Logo

ময়মনসিংহে কমিউনিটি পুলিশিং সমাবেশ

অনিন্দ্য বাংলা
রবিবার, নভেম্বর ১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দূরত্ব মেনে আজ ময়মনসিংহ জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটি ‘কমিউনিটি পুলিশিং সমাবেশ’ আয়োজন করে। কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষ্যে ময়মনসিংহ শহরস্থ টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা প্রশাসক ড. মিজানুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, সহসভাপতি এড. বিকাশ চন্দ্র রায় প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফ আহমেদ, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে ‘কম্যুনিটি পুলিশিং দর্শন ও বিট পুলিশিং’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ। সমাবেশে জনাব মোঃ ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন; জনাব মোঃ কামরুল হাসান, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ; ড. মোঃ আক্কাস উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; জনাব মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ; জনাব এহ্তেশাম উল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা; এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা; জনাব আমিনুল হক শামীম, সভাপতি, চেম্বার অব কমার্স, ময়মনসিংহ; জনাব জাহাঙ্গীর হোসেন, সভাপতি, জাতীয় পার্টি, ময়মনসিংহ মহানগর শাখা; এ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায়,সহ-সভাপতি, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ময়মনসিংহ; জনাব মোঃ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং জেলা কমিটি, ময়মনসিংহ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সমাবেশে বিভিন্ন থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, থানা কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও), বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ, ছাত্র, শিক্ষক, ইমাম, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।