Logo

ময়মনসিংহে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ২৭, ২০২০
  • শেয়ার করুন

নূরুজ্জামান সরকার নীহার বকুল, তারাকান্দা : সুবিধা বঞ্চিত ও অসহায় হোটেল, রেস্তোঁরা, মুদ্রণ শিল্পসহ বিভিন্ন শ্রমজীবি ২০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম,পি।

গতকাল রবিবার বিকেলে নগরীর মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণকালে সহযোগিতা করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স।         এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ চেম্বার অব কর্মাসের সভাপতি,  সিআইপি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আমিনুল হক শামীম, চেম্বারের সহ-সভাপতি শংকর সাহা, জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক খসরু,  রবিন্দ্রনাথ পাল, মতিউল আলম প্রমুখ ।

ত্রাণ বিতরণের সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় সরকার তাই করবে। আপনারা সরকারের নির্দেশনা অনুযায়ী তারাবিহ পড়ুন এবং অচিরেই বৈশ্বিক  দুর্যোগ হতে মুক্ত হতে দোয়া করুন। পাশাপাশি  অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের অনুরোধ জানান তিনি।