স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় অয়ন (২০) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অয়ন আকুয়া মোড়লপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। নগরীর ৩ নং পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল উদ্দিন আকন্দ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে আকুয়ায় সোহরাব আলীর ইট ভাটার সামনে অয়নকে দুর্বৃত্তরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকান্ডের মোটিভ জানা যাবে বলে তিনি জানান।
মতামত লিখুন :