Logo

ময়মনসিংহে ডিবি‘র অভিযান অব্যাহত : জুয়ারিসহ ১৭ জন গ্রেফতার

অনিন্দ্য বাংলা
সোমবার, আগস্ট ৩১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে ময়মনসিংহ ডিবির অভিযান অব্যাহত রয়েছে। ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১জন মাদক ব্যবসায়ী সহ ১৬ জুয়ারি গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-এর নির্দেশে এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ৩০ আগষ্ট, ২০২, রবিবার  রাতে কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ পলাশ (২৮) সহ, এসআই  শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ৩১আগষ্ট, ২০২০ সোমবার ত্রিশাল থানাধীন নওধার থেকে জুয়াখেলারত অবস্থায় জুয়ারি  মোঃ আঃ খালেক (৪২), সিরাজুল ইসলাম (৪৫), মোঃ ইয়াছিন আলী (২৯), মোঃ সুমন মিয়া (৩৫),  সবুজ (২৩),   জহুরুল ইসলাম (২১),  আশরাফুল ইসলাম (৩০) মোঃ হুমায়ুন কবির (৩৫),আবুল কালাম (৩৫),  মোঃ মোখলেছুর রহমান (৩৫), সাইদুল ইসলাম (৩২),  মিন্টু (২২), হারুন অর রশিদ (৩০),শফিকুল ইসলাম (৩০),রাশেদ আহম্মেদ (১৮),  রুবেল (২৭) সর্ব থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।