Logo

ময়মনসিংহে তিনজনের করোনা ভাইরাস সনাক্ত

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রথম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হলো।

গত পাঁচ দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। চারদিনে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের কোভিড ১৯ পজিটিভ পাওয়া গেছে।”

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনই নারী, তাদের বাড়ী শেরপুর। একজন জামালপুরের, তিনি পুরুষ । তিন জনের বয়সেই ৩০ থেকে ৬০ বছরের মধ্যে।

আজ সোমবার বিষয়টির বিস্তারিত আইইডিইসিআর সংবাদ সম্মেলনে জানানো হবে বলে তথ্যদাতা নিশ্চিত করেছেন।