Logo

ময়মনসিংহে দূর্নীতিরোধে সংলাপ

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, মার্চ ১০, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : যে কোন পরিস্থিতিতেই দূর্নীতি কে না,নিজের অবস্থান সুদৃঢ় করার মাধ্যমেই দেশ হবে সমৃদ্ধ, এই মিশন ও ভিশনকে সামনে রেখে ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে দূর্নীতিরোধে এক সংলাপ অধিবেশন এর আয়োজন করা হয়। অধিবেশনে দূর্নীতি ও করোনা ভাইরাস নিয়ে সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তা নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও এইচপিপিবি বাংলাদেশের সভাপতি ইকরামুল হক টিটু, তরুণদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব এ এইচ এম লোকমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের, ডিপার্টমেন্ট অব এ্যানিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স এর প্রফেসর ড.এ কে ফজলুল হক ভূঁইয়া, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক জনাব নিয়ামুল কবীর সজল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসিস্ট্যান্ট ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডির বিভাগীয় প্রেসিডেন্ট ডাঃ মোস্তাফা জামান আশিক, জেলা সেক্রেটারি আকিব মোস্তফা হিমেলসহ অনেকেই।