Logo

ময়মনসিংহে পুলিশের খাদ্য সামগ্রী পেলেন ২শতাধিক দু:স্থ পরিবার

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : করোনা সংকটে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার  হারুন-অর-রশিদ ও জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।

১ এপ্রিল বুধবার বিকালে নগরীর বিপিন-পার্কে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ব্রহ্মপুত্র নদের পাড়ে ছিন্নমূল দরিদ্র অসহায় প্রায় ২শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবনসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়া হয়।

করোনা প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে দেশে কর্মবিরতি চলছে ফলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। মাননীয় প্রধান মন্ত্রী এইসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। সেই প্রেক্ষিতে ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের উদ্যোগে  দরিদ্র-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। যতদিন অচলাবস্থা থাকবে ততদিন এই সহযোগিতা অব্যাহত থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ডিএসবির অতি: পুলিশ সুপার মো: হুমায়ুন কবীর, এ.এসপি সার্কেল আল আমীন, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালি ওসি মো: মাহমুদুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান প্রমুখ।