Logo

ময়মনসিংহে যথারীতি বন্ধ থাকবে দোকান-পাট

অনিন্দ্য বাংলা
শনিবার, মে ৯, ২০২০
  • শেয়ার করুন

মো. নজরুল ইসলাম : প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে ব্যবসায়ী ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য নিরাত্তার স্বার্থে নিজ নিজ উদ্যোগেই দোকানপাট, শপিংপল, বিভিন্ন মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় শহর ময়মনসিংহের ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন হলরুমে ৯ মে দুপুরে অনুষ্ঠিত সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম সিআইপি।

আমিনুল হক শামীম আরো জানান, করোনা মারাত্মক ঝুঁকিতে এখন ময়মনসিংহ । এ অবস্থায় মুনাফার চেয়ে ক্রেতা-বিক্রেতাসহ সকলের সুস্থ্যতার বিষয়টি চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ীদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। ছোঁয়াচে রোগ প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে দোকানপাট বন্ধ রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই। ব্যবসায়ী নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে খোলামেলা আলোচনায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, ১০ মে থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার যে সিদ্ধান্তটি তা বাস্তবায়ন করবে না। ময়মনসিংহের ব্যবসায়ীরা নিজ নিজ উদ্যোগেই দোকানপাট, শপিংপল, বিভিন্ন মার্কেট বন্ধ রাখবেন। এ ব্যাপারে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগীতা প্রদান করবে।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের এক জরুরি সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম সিআইপি। গতকাল দুপুরে সিটি কর্পোরেশন হলরুমে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দে মাঝে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, দোকান মালিক সমিতির নেতা এম. বজলুর রশীদ, জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, শফিকুর রহমান প্রমূখ।