Logo

ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী শাওন গ্রেফতার

অনিন্দ্য বাংলা
শনিবার, মে ৯, ২০২০
  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  ৯ মে শনিবার সকাল সাতটায় মহানগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালায় র‌্যাব-১৪। এই সময় ইয়াসিন আরাফাত শাওনসহ সাত জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ও অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার এএসপি তফিকুল আলম। তিনি জানান, সকালে নগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, মাদক এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী শাওনকে গ্রেফতার করা হয়। এই সময় তার সঙ্গে থাকা আরও ছয় জনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ শাওন বাহিনীকে গ্রেফতারের দাবীতে ২০১৮ সালে চরপাড়াবাসী সংবাদ সম্মেলন করে। আওয়ামীলীগ নেতা ফজলুল হক উজ্জলের উপর হামলা, হত্যার উদ্দেশ্য গুলিবর্ষন, বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠনে ভাংচুরের প্রতিবাদে একাদিক মামলার আসামী শাওনকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছিলো ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।