Logo

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহতসহ আহত ২

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ৪, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন২জন। গুরুতর আহত হয়েছেন দুজন।

৪ এপ্রিল, শনিবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের স্বপ্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাজমা আক্তার (২৫) ও সাইফুল ইসলাম (৩২)।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন পোশাক শ্রমিক অটোরিকশা করে নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসার পথে শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে বিপরীতগামী বালুবোঝাই ট্রাক সেটাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাইফুল ইসলাম। আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাজমা আক্তার নামে আরো ১জনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, আহত দুজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের পরিচয়পত্রে তাদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।