Logo

ময়মনসিংহ জেলায় নতুন করে আরো ২০ জন করোনায় আক্রান্ত

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ২৫, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ জেলায় নতুন করে আরো ২০ জন করোনায় আক্রান্ত। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। বাকী চারজন জামালপুর জেলার।

গতকাল পর্যম্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে। এরমধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের ১০ জন চিকিৎসক ও ২৮জন নার্স-আয়া, গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও সাত স্বাস্থ্যকর্মী, হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক,মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ সর্বমোট ১৭ জন। ময়মনসিংহ জেলায় ৮৬ জন, জামালপুর জেলায় ৩৭, নেত্রকোনা জেলায় ৩৪ এবং শেরপুর জেলায় ২৪ জন রয়েছে।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলায় তিন জন এবং জামালপুর জেলা ৩জনসহ ৬ জন মারা গেছে।