Logo

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত 

অনিন্দ্য বাংলা
বুধবার, ডিসেম্বর ৩০, ২০২০
  • শেয়ার করুন

শেখ অনিন্দ্যমিন্টু /বিপুল হাজং, অনিন্দ্যবাংলা : ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে হত দরিদ্র শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । আজ সন্ধ্যায় ময়মনসিংহ নগরের  মুকুল নিকেতন স্কুল প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা পুলিশের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহা: শাহজাহান মিয়া, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ, ওসি তদন্ত ফারুক আহমেদ সহ পুলিশ কর্মকতা, সংবাদকর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ।  

উল্লেখ্য যে, ময়মনসিংহ জেলা পুলিশের মানবিক কার্যক্রমে অংশ হিসেবে ময়মনসিংহ পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মিসেস কানিজ আহমার এর উদ্যোগে  ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিগতদিনে কম্বল, শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করে আসছে। 

বিতরণকালে সাংবাদিকদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহা:  শাহজাহান মিয়া বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।