অনিন্দ্যবাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে বিদ্যমান লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা পায়ে হেটে ঢাকা যাওয়ার চেষ্টা করছে।এই সুযোগে এমন সময় এক শ্রেণির সুবিধাবাদীরা গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের পরিচয় দিয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহনে চাঁদাবাজি করে আসছে। বিষয়টি ময়মনসিংহ পুলিশ সুপারকে জানানো হলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে উক্ত চাঁদাবাজদের গ্রেফতার করার নির্দেশ দেন।
গতকাল ৩০ এপ্রিল বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখার এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি দল ছদ্মবেশে ময়মনসিংহ দিঘারকান্দা বাইপাস মোড় হতে চাঁদাবাজির সময় হাতেনাতে ৬ চাঁদাবাজকে গ্রেফতার করেন। তারা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠিয়ে গাড়ীর চালকদের নিকট হতে চাঁদা আদায় করে আসছিলো।
পরিবহন হতে চাঁদা আদায়ের সময়, মোঃ আঃ মান্নান (২২), মোঃ বাবু (২৯), শফিকুল ইসলাম রাজা (২৪), মোঃ নাহিদ মিয়া (১৮), মোঃ মানিক মিয়া (৩৫), ইউনুস আলী (৫৫)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত লিখুন :