Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিন্দ্য বাংলা
শুক্রবার, আগস্ট ১৪, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা: পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মলয় চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ নান্দাইল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ আগষ্ট। অভিযানে নান্দাইলের নবিয়াবাদ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহরাব (৪৫)এবং এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ৮ অক্টোবর চরপাড়া থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মো: দেলোয়ার হোসেন ওরফে ডালিম (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

ডিবির ওসি মো: শাহ কামাল আকন্দ জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স হিসেবে আমাদের এই নিয়মিত অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।