Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটো চোর চক্রের ১ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার !

অনিন্দ্য বাংলা
শনিবার, অক্টোবর ১০, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক :  ময়মনসিংহ ডিবি’র অভিযানে অটো চোর চক্রের ১ সদস্যসহ ২ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করা হয়েছে।  উদ্ধার করা হয়েছে ২টি অটো ও গাঁজা ।

পুলিশ পরিদর্শক  মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা  এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১০ অক্টোবর রবিবার কোতোয়ালী থানার চায়না মোড় থেকে ২টি চোরাই অটোরিক্সা সহ চোর চক্রের সক্রিয় সদস্য অজয় কুমার দেবনাথ (৩৫)কে গ্রেফতার করে।

ঐদিনেই এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে  ফুলবাড়ীয়া থানার জঙ্গলবাড়ী থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আবু সাইদ (৩৬), পিতা মৃত-আঃ সামাদ, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-জঙ্গলবাড়ী মধ্যপাড়া ও মোঃ সুরুজ মিয়া (৪০), পিতা মৃত-গরীবুল্লাহ, মাতা-আয়েশা খাতুন, সাং-জঙ্গলবাড়ী চকপাড়া, উভয় থানা-ফুলবাড়ীয়, জেলা-ময়মনসিংহদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।