Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৫১ পিস ইয়াবা

অনিন্দ্য বাংলা
সোমবার, মে ১৮, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮ এপ্রিল রাতে ভালুকা থানাধীন গোয়ারী জোনাকি টেক হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী  মোঃ শফিকুল ইসলাম সোহেল(৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এছা্ড়াও ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কের পরিবহনে চাঁদাবাজ চক্রের ০৩ সদস্যকে আটক করা হয়েছে। করোনা পরিস্থিতিতে বিদ্যমান লক ডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা পায়ে হেটে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। এমন সময় এক শ্রেনীর সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পরিবহন হইতে চাঁদা আদায় করে আসছে। বিষয়টি পুলিশ সুপার, ময়মনসিংহ অবগত হইলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে উক্ত চাঁদাবাজ কারীদের গ্রেফতার করার নির্দেশ দেয়। জেলা গোয়েন্দা শাখার এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে ১৮ এপ্রিল ময়মনসিংহ শম্ভুগঞ্জ মোড় হইতে চাঁদা আদায় করা কালে হাতেনাতে ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেন। তারা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠাইয়া দিবে বলে গাড়ীর চালকদের নিকট হইতে চাঁদা আদায় করিয়া আসিতেছে। পরিবহন হইতে চাঁদা আদায়কালে আসামী মোঃ মোয়াজ্জেম হোসেন (৩৮), দেলোয়ার হোসেন (৩০) মোঃ ইয়াকুব আলী (৩৫) গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।