Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিন্দ্য বাংলা
শনিবার, ডিসেম্বর ১২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : পুলিশ সুপার ময়মনসিংহ মহোদয়ের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নেতৃত্বে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালথানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১১ ডিসেম্বর রাত ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সাফিউল আলম (৩৩), পিতা-মোঃ মমতাজ আলী, মাতা- মোছাঃ আমিনা বেগম, সাং-মোগরপাড়া, থানা-নবাবগঞ্জ, মোঃ হাফিজুর রহমান রিপন (২৬), পিতা মৃত-শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ ছালেহা বেগম, সাং-গনিপুর পোদ্দারপাড়া, থানা-ফুলবাড়ী, উভয় জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।

উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে বাস যোগে এসে ত্রিশাল বাসষ্ট্যান্ডে নেমে পড়ে। ময়মনসিংহ শহরে আসার জন্য গাড়ীর অপেক্ষমান থাকাবস্থায় গোপনসূত্রে জেলা গোয়েন্দা পুলিশ উক্ত মাদকসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে
মামলা রুজু হয়েছে। আসামীদ্বয়কে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।