Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিন্দ্য বাংলা
রবিবার, মে ৩০, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৯ মে।

অভিযানে ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী সাকিনে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ভাই ভাই নামক খাবার হোটেলের সামনে থেকে উক্ত তারিখ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান @ সাজু (৩৩), পিতা-মৃত আঃ হেকিম, মাতা-মোছাঃ জাহানারা, সাং-বৈলর চরপাড়া, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এ/পি শহিদের বাসার ভাড়াটিয়া, সাং-ধনুয়া,নয়নপুর, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।