Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে সহস্রাধিক ইয়াবাসহ গ্রেফতার ০৪ মাদক ব্যবসায়ী

অনিন্দ্য বাংলা
শুক্রবার, জুন ৪, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ জুন/২০২১ । অভিযানে গৌরীপুর থানার শ্যামগঞ্জ বাজার থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আশিক (৩৫), পিতা-দুলাল মিয়া, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-গোয়ালাকান্দা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করা হয়।

একই তারিখ এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন  বিজয় নগর থেকে  ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যব্সায়ী  মোঃ জাহাঙ্গীর আলম (৪২), পিতা মৃত-বরকত আলী, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-তারাপুর, থানা-গৌরীপুর,  মোঃ রুবেল মিয়া (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, মাতা মৃত-লিপি বেগম ওরফে লিলি, সাং-ভাটিপাড়া (বোররচর), থানা-কোতোয়ালী,  মোঃ রানা মিয়া (২৭), পিতা মৃত-মজিবর তালুকদার, মাতা-মোছাঃ সুলতানা আক্তার, সাং-খিচা, থানা-তারাকান্দা, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।