Logo

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিন্দ্য বাংলা
শুক্রবার, জুন ১১, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহ নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ জুন।

অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা থেকে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কালাম শেখ (৩০), পিতা মৃত রাজ্জাক শেখ, মাতা রাজিয়া বেগম, সাং-সন্তোষদি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল এ/পি সাং গাজীপুর বড়বাড়ী, থানা গাছা জেলা জিএমপি গাজীপুর, রমজান মিয়া (২২), পিতা মৃত আব্দুর রশিদ, মাতা নুরজাহান বেগম, সাং আকুয়া বোর্ডঘর, লাল চান (১৯) পিতা আলতু মিয়া, মাতা মৃত হাজেরা বেগম ওরফে হাজু, সাং দাপুনিয়া কলাপাড়া এ/পি সাং আকুয়া কান্দাপাড়া, উভয় থানা কোতোয়ালী জেলা ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।