অনিন্দ্যবাংলা ডেস্ক: মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৯ জুন। কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস থেকে উক্ত তারিখ ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ হেলাল উদ্দিন মন্ডল (২৭) পিতা শামছুদ্দিন, মাতা জহুরা বেগম, সাং জাম্বুবান (কুসুম্বা), রেদুয়ানুল ইসলাম চৌধুরী ওরফে পিয়াল (২৯) পিতা মোফাচ্ছার হোসেন চৌধুরী, মাতা রুবি বেগম, সাং মালঞ্চা (মাতাইশ মঞ্জিল), উভয় থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট
এবং এসআই মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৯ জুন। কোতোয়ালী ছোট বাজার নিরালা হোটেলের সামনে থেকে উক্ত তারিখ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ একাব্বর আলী (৫২), পিতা মৃত-আজহার আলী, মাতা মৃত-অশো বিবি, সাং-চেচরা, ইউপি-বাগজানা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মতামত লিখুন :