Logo

ময়মনসিংহ ডিবি’র বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

অনিন্দ্য বাংলা
শনিবার, অক্টোবর ৩১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ অক্টোবর শনিবার। অভিযানে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ পশ্চিম বাজার থেকে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৯), পিতা মৃত-আঃ বারেক, মাতা-মোছাঃ জমিলা খাতুন, সাং- রঘুরামপুর শম্ভুগঞ্জ বাজার, ও মো: বাদল মিয়া (৪৫), পিতা মৃত- জয়নুদ্দিন, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-চরঈশ্বরদিয়া কান্দাপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ঐদিনেই মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ মুক্তাগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মুক্তাগাছা থানাধীন কাশিমপুর থেকে ০২টি চোরাই মোবাইলসহ  মোঃ ফরহাদ (২৫), পিতা-মোঃ আঃ সালাম, মাতা-মোছাঃ ফরিদা বেগম, সাং- কাশিমপুর, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ ও এসআই আনোয়ার হোসেন ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা বাজার থেকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-১৬, তারিখ-২৯/১০/২০২০ ইং ধারা-পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬-ক এর আসামী  মোঃ মুকিম রেজা (৪০), পিতা মৃত-এজাবুল হক বুদ্দু, মাতা-মোছাঃ নুরজাহান বেগম, বড় ভাই-মোঃ তালিম রেজা, সাং-রাধানগর বাবলা বোনা, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ, মোবাইল-০১৭৩৫-১৪৪০৯০, এ/পি সাং-সাং-উচাখিলা বাজার, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।