Logo

ময়মনসিংহ নগরী হবে সম্পূর্ণ বর্জ্যমুক্ত : মেয়র ইকরামুল হক টিটু

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : ‌‍’ময়মনসিংহ নগরী হবে সম্পূর্ণ বর্জ্যমুক্ত’ বলেছেন মেয়র ইকরামুল হক টিটু।  ১২ মার্চ মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ”পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধকরেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।  কর্মসূচীর শুভ উদ্বোধনকালে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে  ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র মোঃ ইকরামুল হক টিটুসাথে কথা বলেন

প্রধানমন্ত্রীকে দেয়া তথ্য বক্তব্যে, ময়মনসিংহ জেলাকে বিভাগ ও ময়মনসিংহ পৌরসভাকে  সিটি করপোরেশনে উন্নীত করায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রসংশা ও কৃতজ্ঞতা জানান। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগেজন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে মেয়র টিটু  ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক পরিচ্ছন্ন ডিজিটাল নগর হিসেবে গড়ে তুলতে তার গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন

প্রধানমন্ত্রীকে দেয়া তথ্যে ময়মনসিংহ সিটিকর্পোরেশেনের নিয়মিত নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা,  ডেঙ্গু নিয়ন্ত্র, ড্রেন-নালা পরিস্কার, দখল হওয়া ড্রেন- খাল পুনরুদ্ধার সহ সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।  তিনি জানান, বিশাল এই নগরীর পরিকল্পিত বর্জ্য অপসারণ একটি বিরাট সমস্যা ছিলো কিন্তু তাই পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যই ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের সাথে একটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। পাশাপাশি বেসরকারী বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নব ওয়েস্ট ম্যানেজমেন্ট লি: ইতোমধ্যই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, অপসারণ ও রিসাইক্লিং এর কাজ শুরু করেছে।

আশা করা যাচ্ছে পুরোদমে কাজ চালু হলে নগরীর দ্রুত বর্জ্য নিষ্কাশনসহ বর্জ্য থেকে বিদ্যুত, সার ও ডিজেল তৈরি করা সম্ভব হবে এবং ময়মনসিংহ হবে জিরো বর্জ্যের নগরী