Logo

ময়মনসিংহ বনবিভাগের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত

অনিন্দ্য বাংলা
রবিবার, মার্চ ২১, ২০২১
  • শেয়ার করুন

জান্নাতুল ফেরদৌস রানু: ‘বন পুনরুদ্ধার উত্তরণ ও কল্যাণের পথ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়।

দিবসটিকে ঘিরে বৃক্ষ রোপন ও জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা এ.কে.এম রুহুল আমিন। তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ সুন্দর জীবনের জন্য গাছ অপরিহার্য্য। গাছের অন্যতম উৎস হলো বন। জবরদখলকৃত বনভূমি উচ্ছেদের মাধ্যমে পূর্ণরোদ্ধার ও তা সংরক্ষণে সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বক্তব্যে আরো বলেন, পরিবেশ সুন্দর করতে হলে গাছের কোন বিকল্প নেই। চিত্ত বিনোদনের জন্য গাছের প্রয়োজনীয়তা অপরিহার্য। গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই সকলকে বেশি বেশি গাছ লাগানো পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিভাগীয় প্রকৌশলী মোঃ জয়নাল আবেদীন, বনপ্রহরী মোখলেছুর রহমান, বিভাগীয় কার্যালয়ের হিসাব রক্ষক আক্তার হোসেন, সদর রেঞ্জ কার্যালয়ের ফরেস্টার মেজবা উল ইসলাম, সাংবাদিক এ.এইচ.এম আব্দুল মোতালেব।

পরে কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।