Logo

যাত্রীবাহী নৌযানও বন্ধ থাকবে

অনিন্দ্য বাংলা
রবিবার, এপ্রিল ৪, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: লকডাউনের কারণে আগামী সোমবার সকাল ছয়টা থেকে সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান চালু থাকবে।

আজ শনিবার রাতে এ কথা জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

এর আগে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, সরকার সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও আজ মুঠোফোনে লকডাউনের কথা জানান।

এরপর যোগাযোগ করা হলে রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেছিলেন এর আগেও ছুটির সময়ে যাত্রীবাহী ট্রেন বন্ধ ছিল। এবারও বন্ধ থাকবে। তবে জরুরি পণ্যবাহী রেল চলবে। আগের ছুটিতেও তা ছিল। তবে এ বিষয়গুলোর লকডাউনের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হবে।
রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেয় যেমন অ্যাম্বুলেন্স ইত্যাদি যানবাহন চলবে। খাদ্যবাহী ট্রেন ও খাদ্যবাদী যানও চলবে।