Logo

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে নেত্রকোনায় মতবিনিময়

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. আফতাব উদ্দিন।

নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক এ কে এম ওবায়দুল্লাহর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সদস্য ও জেলার আটপাড়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম রোকন, আটপাড়া কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, আবু আব্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক সুব্রত রায় মানিক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব হারুন অর রশিদ
প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষকদের ন্যায্য দাবি তুলে ধরতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের প্রতি জোর দাবি জানান শিক্ষক নেতারা।