Logo

শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

অনিন্দ্যবাংলা
সোমবার, জুন ২৮, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ বিভাগে জেলা প্রশাসকগণের মধ্যে শুদ্ধাচার পুরস্কার পেলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। ২৮ জুন সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে এবং রাস্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজের সুশাসন প্রতিষ্টার অভিলক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহকে বিভাগাধীন জেলা কার্যালয় প্রধান ক্যটাগরীতে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ এই পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আবদুল আলীম, পরিচালক, স্থানীয় সরকার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ; এসএএম রফিকুন্নবী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব), ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ এবং বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।