Logo

শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবসে মেয়র ইকরামুল হক টিটুর কর্মকান্ড

অনিন্দ্য বাংলা
শনিবার, আগস্ট ১৫, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ১৫ই আগস্ট, শনিবার, ময়মনসিংহঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আজ সকাল ০৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীগণকে সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ০৯টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রাঙ্গনে শোকের মাস আগস্টব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় সিটি মেয়র।

সকাল ১০ টায় এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় মেয়র জাতির পিতাকে সপরিবারে হত্যা বিচারের রায় দ্রুত কার্যকরের এবং যারা জাতির পিতার হত্যাকান্ডে নেপথ্যে কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জোরালো দাবি জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জনাব কে এম খালিদ, এমপি। জেলা প্রশাসক, ময়মনসিংহ মোঃ মিজানুর রহমানের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার কে এম গালিব খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাজ্জাদ মাহমুদ, বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনতা, এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা, অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, মোঃ আহমার উজ্জামান, পিপিএম (সেবা), পুলিশ সুপার, ময়মনসিংহ, ব্যারিস্টার হারুন-অর রশিদ, বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ এবং নিরঞ্জন দেবনাথ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।

 

এছাড়াও, মাননীয় মেয়র দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ, সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।