Logo

শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি :  বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এদেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের কল্যাণে শেখ হাসিনা নিরলসভাবে কাজ কওে যাচ্ছেন। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ছয়টি রোগে আক্রান্ত একজন রোগীও বিনা চিকিৎসায় মারা যাবে না।

নেত্রকোনা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের মোক্তারপাড়ায় স্থানীয় পাবলিক হলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩৭ জন রোগীকেপ্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহনের লক্ষ্যে এককালীন আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এ সব কথা বলেন।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজ সেবা
অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার প্রমূখ। উল্লেখ্য, অনুষ্ঠানে ৩৩৭ জন রোগীর প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।