Logo

শেফা রহমান এর ৩টি কবিতা

অনিন্দ্য বাংলা
শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪
  • শেয়ার করুন

শেফা রহমান এর ৩টি কবিতা

১. ক্যাকটাস
কোমল মনখারাপগুলো বন্ধক দিতে চাই
সামান্য হাওয়ার দুলুনি পাখির কিচিরমিচির
শান্ত নদীর পাড়ে বয়সী বটের ছায়ার বিনিময়ে।
কঠিন কষ্টগুলো আমারই থাক
নিজস্ব ভল্টে জমা করা থাক নিপুণ গোপনীয়তায়।
তোমাদের ভালোবাসি
আমার সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভালোবাসায়
সুমঙ্গলের ইশতেহার লিখতে চাই
তোমাদের জন্য।
অমঙ্গল আগুনের প্রতাপ
না হয় করেছে আমার ভয়াল বিনাশ
তোমাদের জন্য হোক সবুজ পাতা
হীরেকুচি ঝরনার জল
শুভ্র মেঘের বুননে শীতল পারিজাত সুখ।
সামান্য মন খারাপগুলো নেড়েচেড়ে দেখো
বিনিময়ে কিছু দিতে পারো কি না!
বেশিকিছু নয়
পাখির ঝরে পড়া একটি পালক
কৃষ্ণচূড়ার সবুজ চিরল পাতা
একটা প্রাকৃতিক ভাস্কর্যের ক্যাকটাস
আমার মরু বুকে দুর্বার বিজয়ের প্রতীক হয়ে
সে ফুটিয়ে দিক দুর্লভ রঙিন ফুল।
২. অদ্ভুতুড়ে দেশে
অদ্ভুতুড়ে দেশে
স্পষ্ট কথা বলেনা কেউ
গলা ঝেড়ে কেশে।
অদ্ভুতুড়ে দেশে
অসুখ হইছে শুনলে লোকে
খিক করে দেয় হেসে।
অদ্ভুতুড়ে দেশে
সুখ দেখলেই কিছু লোকে
আগুন লাগায় এসে।
অদ্ভুতুড়ে দেশে
মানবতার মা মরেছে
বানের জলে ভেসে।
অদ্ভুতুড়ে দেশে
মিথ্যা কথা কয় সকলে
সত্যি সত্যি কেশে।
অদ্ভুতুড়ে দেশে
অসম্ভবও সম্ভব হয়
তেলে জলে মেশে।
অদ্ভুতুড়ে দেশে
কেউ বলে না সফল হয়ে
দাঁড়াও বীরের বেশে।
অদ্ভুতুড়ে দেশে
জন্ম নিলেই আজন্ম পাপ
যাচ্ছি সবাই ফেঁসে।
অদ্ভুতুড়ে দেশে
ভালো মানুষ হওয়া নিষেধ
মানুষ ভালোবেসে।
৩. হিমঝরা রাত
হিমঝরা রাত নামে
জোনাকের পাখা করে ভর
আমাদের আঁধিয়ার
হৃদয়ের যত ক্ষোভ
জমা করে রেখেছি
পরিত্যক্ত আলোর ভেতর।