অনিন্দ্যবাংলা ডেস্ক: সব ঠিক থাকলে পশ্চিমবঙ্গের তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফলে আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য অনুযায়ী ২৯২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ২০৭ আসনে। অপরদিকে বিজেপি এগিয়ে আছে ৮১ আসনে।
ভোট গণনার শুরুর দিকে নন্দীগ্রামে প্রতিদ্বন্দী প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে পিছিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা হেরে যায় আর তার দল তৃণমূল জেতে তবে কি তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন? এমন প্রশ্নও ঘুরছিল জনমনে। ভারতীয় নির্বাচনের সংবিধান বলছে, সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য কোনো আসন থেকে জিততে হবে। তবেই তিনি মুখ্যমন্ত্রীর দাবিদার হতে পারেন।
প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দুই আসনে ভোট হবে ১৬ মে। ওই দুই কেন্দ্রে সংযুক্ত মোর্চার দুই প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কারণেই ভোট পিছিয়েছে নির্বাচন কমিশন। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুটি আসনের মধ্যে কোনও একটি বেছে নিতে পারেন অথবা তার কোনো পছন্দের আসন থেকেও তিনি প্রার্থী হতে পারেন। সে ক্ষেত্রে তৃণমূলের বিজয়ী কোন বিধায়ককে জেতা আসন থেকে পদত্যাগ করতে হবে।
শেষ খবর অনুযায়ী তৃণমূল প্রার্থী ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়াড়ী ৩২ হাজার ভোটে জয়লাভ করেছেন।
মতামত লিখুন :