Logo

সরকার নির্ধারিত মূল্যেই হোক নিত্য প্রয়োজনীয় পণ্য

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২০
  • শেয়ার করুন

 অনিন্দ্যবাংলা ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার স্থিতিশীলতায় নিত্য প্রয়োজনীয় জিনিশপত্রের দাম সাধারণ মানুষদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই প্রেক্ষিত জেলা ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারী করেছেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন নির্ধারিত পণ্যের মূল্য তালিকা নিম্নরূপ-

সয়াবিন তেল প্রতি লিটার পাইকারি মূল্য ৯২ টাকা- খুচরা মূল্য ৯৬ টাকা,  প্রতি কেজি আস্ত ছোলা পাইকারি মূল্য ৬৮ থেকে ৭০ টাকা- খুচরা মূল্য ৭২ থেকে ৭৫ টাকা, খেজুর পাইকারি মূল্য ১০০ থেকে ১০৫ টাকা- খুচরা মূল্য ১১৮ থেকে ১২০ টাকা, চিনি পাইকারি মূল্য ৫৮ থেকে ৫৯ টাকা- খুচরা মূল্য ৬৩ থেকে ৬৫ টাকা, দেশি মসুর ডাল ১১৫ থেকে ১১৬ টাকা খুচরা ১১৯ থেকে ১২০ টাকা, বিদেশি মসুর ডাল পাইকারি মূল্য ৮৭ থেকে ৮৮ টাকা-খুচরা ৯০ থেকে ৯২ টাকা, এঙ্কর ডাল পাইকারি মূল্য ৪০ থেকে ৪১ টাকা-খুচরা ৪৪ থেকে ৪৫ টাকা, মুগডাল পাইকারি ১৪০ থেকে ১৪১ টাকা- খুচরা ১৪৪ থেকে ১৪৫ টাকা, ছোলার ডাল পাইকারি ৮২ থেকে ৮৩ টাকা খুচরা ৮৬ থেকে ৮৮ টাকা, দেশি পিয়াজ পাইকারি ৪০ থেকে ৪২ টাকা খুচরা ৪৫ থেকে ৪৮ টাকা, দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা-খুচরা ১০০ থেকে ১১০ টাকা, বিদেশি রসুন ১৪৮ টাকা থেকে ১৫০ টাকা-খুচরা ১৬০ থেকে ১৬৫ টাকা, বিদেশি আদা পাইকারি মূল্য ১৪০ থেকে ১৫০ টাকা খুচরা ১৫৫ থেকে ১৬৫ টাকা, দেশি মুরগি খুচরা মূল্য ৪১৫ থেকে ৪২০ টাকা, বয়লার মুরগি খুচরা মূল্য ১২০ থেকে ১২৫ টাকা, লেয়ার মুরগি ২১০ থেকে ২২০ টাকা, সোনালি মুরগি ২১০-২১৫ টাকা ১৮০ থেকে ১৮৫ টাকা, গরুর মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা  বকরি ৬৫০ থেকে ৭০০ টাকা।

প্রেস রিলিজ