Logo

সরকার সব সময় সাধারণ মানুুষের পাশেই আছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভয়াবহ এই দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। সরকারের পরামর্শ মেনে চলতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সবাইকে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধুদ্ধ করা হচ্ছে। নিজে ও পরিবারকে রক্ষায় সরকারের আদেশ মেনে চলতে হবে। ভয় পাওয়ার কোন কারন নেই। আমাদেরকে ভয় পেলে চলবে না, ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। সরকার অসহায় শ্রমজীবি মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে গতকাল বুধবার সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নেত্রকোনা -২ আসনের এমপি মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এ সব কথা বলেন।

জেলা সমাজকল্যাণ অফিসে ৬০জন শ্রমজীবি মানুষের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে সহায়তা দেয়া হয়। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপক ধর গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।