Logo

সাদুল্যাপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, আটক ১

অনিন্দ্য বাংলা
সোমবার, জুলাই ২৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গংঙ্গানারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এতে অন্তঃসত্তা হয়ে পড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষক শহিদুল ইসলাম সরকারকে (৩০) আটক করেছে পুলিশ। সে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামের আব্দুল লতিফ সরকার নতুর ছেলে।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ধর্ষক শহিদুল ইসলাম সরকার ও ছাত্রীর পরিবার একই গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান ওই ছাত্রী শহিদুল ইসলাম সরকারের ঘরে টিভি দেখতে যেতো। এই সুযোগে বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রীকে গত ৪ মে প্রথম দফায় ধর্ষণ করে শহিদুল ইসলাম। এরপর একইভাবে ১৬ মে তাকে ধর্ষণ করে শহিদুল। এক পর্যায়ে বিষয়টি বাবা-মাকে জানায় ভুক্তভোগী ছাত্রী। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে সাদুল্যাপুর থানায় মামলা করেন।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ধর্ষক শহিদুল ইসলাম সরকারকে আটক করা হয়েছে। ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে- ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছে।