Logo

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন অর্থমন্ত্রীর

অনিন্দ্য বাংলা
বুধবার, মে ২৬, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

মঙ্গলবার (২৫ মে) রাতে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের এই অভিনন্দন জানান মন্ত্রী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১০৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তামিমবাহিনী জিতেছিল ৩৩ রানে। টানা দ্বিতীয় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই লঙ্কানদের বিপক্ষে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ ঘরে তুললো টাইগাররা।