Logo

সিলেটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু

অনিন্দ্য বাংলা
শনিবার, মে ২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নারায়ণগঞ্জ ফেরত এক পুলিশ সদস্যের (২৬) মৃত্যু হয়েছে। ওই পুলিশ সদস্য গত ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত শুক্রবার রাত আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই পুলিশ সদস্যের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়। তিনি নারায়ণগঞ্জে শিল্প পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কিছুদিন ধরে তাঁর শারীরিক সমস্যা দেখা দেয়। করোনাভাইরাস সন্দেহে ঢাকায় তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। কিন্তু তাতে করোনা নেগেটিভ ফল আসে। পরে তাঁকে বাড়িতে পাঠানো হয়। নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর কোয়ারেন্টিনে ছিলেন। বাড়িতে থাকা অবস্থায় তাঁর জ্বর উঠে। পরে ২৭ এপ্রিল তাঁকে সিলেটের হাসপাতালে নিয়ে আসা হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বলেন, মৃত ওই পুলিশ সদস্য লিভারের সমস্যাসহ শরীরে আরও কিছু সমস্যা ছিল। ঢাকায় ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় নেগেটিভ পাওয়া গেছে। তাঁর করোনার উপসর্গ ছিল না। তারপরও নারায়ণগঞ্জ ফেরত হিসেবে আমরা তাঁর নমুনা সংগ্রহ করেছি। সেটি পরীক্ষার পরই আসলে বলা যাবে।