Logo

হালুয়াঘাটে সাংবাদিকদের “করোনা ভাইরাস ” সুরক্ষা বস্ত্র বিতরণ

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাং ডেস্কঃ করোনা সংকটের দূর্দিনে রাস্ট্র, জাতি ও সাংবাদিক সংস্থাগুলো যখন সাংবাদিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবেন নি, নিশ্চিত করতে সক্ষম হন নি ঠিক তখনই মানবতার একজন ফেরিওয়ালা মাঠে নামলেন সাংবাদিকদের সুরক্ষায়। সালমান ওমর রুবেল, বিশিষ্ট ব্যবসা ও সমাজসেবক।

তিনি আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়” সাংবাদিক ভাইদের মাঝে “করোনা ভাইরাস ” মোকাবিলায় সুরক্ষা বস্ত্র বিতরণ করেন। ইতিপূর্বে বিতরণ করেছেন, ধোবাউড়া উপজেলায়।

সালমান ওমরের সমাজসেবামূলক মহতী কর্মকান্ড ও প্রত্যাশা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হবে বুধবার। প্রতিবেদনটি দেখতে চোখ রাখুন। অনিন্দ্যবাংলা ও ওপেনটিভিতে।
www.anindabangla.Com # www.opentv24.com