Logo

‘২১ সালে যে ২১ জন পাচ্ছেন একুশে পদক

অনিন্দ্য বাংলা
শুক্রবার, ফেব্রুয়ারি ৫, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২০২১ সালের একুশে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২১ সালের একুশে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে।

এতে বলা হয়, ‘সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। স্বীকৃতি প্রদানের ক্ষেত্রসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম নিম্নে উল্লেখ করা হলো।’

১. মোহাতার হোসেন তালুকদার (মোতাহার মাস্টার)। তিনি ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ  সম্মাননা পেয়েছেন।

২. শামছুল হক। তিনি ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ  সম্মাননা পেয়েছেন।

৩. আফসার উদ্দীন আহমেদ (এডভোকেট)। তিনি ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

৪. বেগম পাপিয়া সারোয়ার। তিনি শিল্পকলায় (সংগীত) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

৫. রাইসুল ইসলাম আসাদ। তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

৬. সালমা বেগম সুজাতা (সুজাতা আজিম)।  তিনি শিল্পকলায় (অভিনয়) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

৭. আহমেদ ইকবাল হায়দার।  তিনি শিল্পকলায় (নাটক) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

৮. সৈয়দ সালাউদ্দীন জাকী।  তিনি শিল্পকলায় (চলচ্চিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

৯. ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।  তিনি শিল্পকলায় (আবৃত্তি) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১০. পাভেল রহমান।  তিনি শিল্পকলায় (আলোকচিত্র) অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১১. গোলাম হাসনায়েন। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১২. ফজলুর রহমান খান ফারুক। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৩. বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা। তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য মরণোত্তর এ সম্মাননা পেয়েছেন।

১৪. অজয় দাশগুপ্ত। তিনি সাংবাদিকতায় অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৫. অধ্যাপক ড. সমীর কুমার সাহা। তিনি গবেষণায় অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৬. বেগম মাহফুজা খানম। তিনি শিক্ষায় অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৭. ড. মির্জা আব্দুল জলিল। তিনি অর্থনীতিতে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৮. প্রফেসর কাজী কামরুজ্জামান। তিনি সমাজসেবায় অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

১৯. কবি কাজী রোজী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

২০. বুলবুল চৌধুরী। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।

২১. গোলাম মুরশিদ। তিনি ভাষা ও সাহিত্যে অবদান রাখার জন্য এ সম্মাননা পেয়েছেন।