Logo

ইউক্রেনের বৃহত্তম বাঁধে হামলা চালিয়েছে রাশিয়া

অনিন্দ্য বাংলা
শনিবার, মার্চ ২৩, ২০২৪
  • শেয়ার করুন

ইউক্রেনের  জাপোরিঝিয়ায় অবস্থিত দেশটির বৃহত্তম বাঁধ ডিনিপ্রোহেসকে হামলা চালিয়েছে রাশিয়া। তবে ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বর্তমানে স্টেশনে আগুন লেগেছে।

জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। অসংখ্য বিমান হামলায় ক্ষতিগ্রস্ত পরিস্থিতির মোকাবেলা করছেন তারা।’এদিকে স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের খারকিভ শহরে প্রায় ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই অঞ্চলের মেয়র ইহর তেরেখভ বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলাগুলো শহরের বিদ্যুৎ সরবরাহ লক্ষ্য করে করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

যার ফলে আংশিক বিদ্যুৎবিভ্রাটের মধ্যে পড়েছে অঞ্চলটি। তবে তেরেখভ হামলায় কোনো হতাহতের খবর দেননি। তিনি বলেন, ‘হামলার কারণে শহরের কয়েকটি পানির পাম্প বন্ধ হয়ে গেছে।’এ ছাড়া মধ্য ইউক্রেনের ক্রাইভি রিহ শহরের মেয়র ওলেকজান্ডার ভিলকুল বলেছেন, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া প্রশাসনও আটটি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের মতে, বেশ কয়েকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র এখনো ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে।সূত্র : আল-অ্যারাবিয়া