Logo

ইতিহাসের বিরল ঘটনা, দেখা মিলবে শুক্র এবং বৃহস্পতিরও!

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ৩, ২০২৪
  • শেয়ার করুন

তাওহীদ তুহিন: ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে চৈত্র অমাবস্যায়, চৈত্র নবরাত্রির এক দিন আগে, ৮ এপ্রিল সোমবার। প্রায় ৫৪ বছর পর সম্পূর্ণ সূর্যগ্রহণের মধ্যে বিরল ঘটনা ঘটছে। সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞানী উভয়ের কাছেই খুবই বিরল বলে বিবেচিত। পূর্ণ সূর্যগ্রহণের দিনে আকাশে এমন ৩টি অনন্য ঘটনা ঘটবে যা অত্যন্ত বড় প্রভাব ফেলবে। সূর্যগ্রহণের দিনে ৩ টি যোগ ঘটবে৷ শুক্র-বৃহস্পতি দৃশ্যমান হবে – যে সব জায়গা থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সেখানে গ্রহনকালে সৌরজগতের শুক্র এবং বৃহস্পতিকেও সরাসরি দেখতে পাবেন। এই দু’টি গ্রহই পৃথিবীর কাছাকাছি কিন্তু সাধারণ দিনে এগুলোকে দেখা যায় না। আকাশ থেকে সূর্য অদৃশ্য হয়ে যাবে ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এমন একটি সময় আসবে যখন বিকেলে ৮ মিনিটের জন্য পুরোপুরি অন্ধকার থাকবে। চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে, যার কারণে এর রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারবে না। চাঁদের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটিই হবে ৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ। এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতক সময়ও বৈধ হবে না। এখানে সাধারণ দিনের মতো দিনের বেলায় সূর্যের দেখা মিলবে। সবচেয়ে বিশেষ জিনিস হবে ‘শয়তান’ ধূমকেতু – বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ ‘ডেভিল’ ধূমকেতুও গ্রহনকালে দৃশ্যমান হতে চলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, 8 এপ্রিল, আগুনের বলের আকারে চলা এই শয়তান ধূমকেতুটি সূর্যের কাছাকাছি থাকবে এবং সরাসরি দেখা যাবে। ২০২৪ সালের মোট পাঁচটি গ্রহণ রয়েছে। তার মধ্যে দুবার হবে সূর্যগ্রহণ ও তিনবার হবে চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছে ২৫ মার্চ। দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে আংশিক। ১৭ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দৃশ্যমান হবে এ গ্রহণ। এটি আংশিক চন্দ্রগ্রহণ। ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়ার কিছু অংশ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে এ গ্রহণ দেখা যাবে। ২০২৪ সালের শেষ গ্রহণটিও উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এটি অবশ্য কোনো জায়গা থেকেই দৃশ্যমান হবে না। ১৭ অক্টোবর ঘটবে এ গ্রহণ। ২০২৪ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ২ অক্টোবর, বুধবার। সূর্যগ্রহণটি পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। এই গ্রহণে ৭ মিনিট পর্যন্ত সূর্যকে দেখা যাবে না। ৮ এপ্রিলের সূর্যগ্রহণ রাত ৯ টা ১২ মিনিট থেকে শুরু হবে। আর গ্রহণ ছাড়বে ২ টো ২২ মিনিটে। নাসা বলছে, এই সূর্যগ্রহণ খুবই বিশেষ। কারণ এই ঘটনা ঘটছে ৫৪ বছর পর। এর আগে ১৯৭০ সালে এই সূর্যগ্রহণ হয়েছিল। এর পরে এটি ২০৭৮ সালে ঘটবে। সূর্যগ্রহণটি যে অঞ্চলব্যাপী দৃশ্যমান থাকবে সেখানে প্রায় ৪ কোটি মানুষের বাস, যারা এটি উপভোগ করতে পারবে। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক ঘটনায় চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসবে, সেসময় চাঁদের গতিবেগ থাকবে ঘণ্টায় ২৪০০ কিলোমিটার। নাসা আরোও জানিয়েছে, মহাজাগতিক এ দৃশ্য দেখা যাবে আমেরিকা, কানাডা ও মেক্সিকো, পশ্চিম ইউরোপ প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে। তবে বাংলাদেশ থেকে এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না।