Logo

ঈদে পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে আশংকা!

অনিন্দ্য বাংলা
বুধবার, মার্চ ২৭, ২০২৪
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা: ঈদ আসলেই সংবাদ আসে পোষাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস বকেয়া।  ঈদের আগে ঘোষণা ছাড়াই হুটহাট বন্ধ করে দেওয়া হয় অনেক কারখানা। ছাঁটাই করা হয় কর্মীদের। এসব কারণে প্রতিবারই ঈদ এলে বকেয়া বেতন-বোনাসের দাবিতে সড়কে নামতে হয় পোশাক শ্রমিকদের ।

বিগত দিনেও ঈদের  আগে সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। প্রতিবারই এসব কর্মকাণ্ডে ইন্ধন জুগিয়েছে এক শ্রেণির সুবিধাবাদী মানুষ। শ্রমিকদের এই আন্দোলনে উস্কানি দিয়েছে  বিভিন্ন গোষ্ঠীর, তৈরি হয়েছে নাশকতামূলক পরিবেশ-পরিস্থিতি। অবনতি ঘটেছে  সার্বিক আইনশৃঙ্খলার।

এ বছরও ঈদুল ফিতরের আগে দেশে অন্তত ৪১৬টি পোশাক কারখানার শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও বোনাস নিয়ে দেখা দিয়েছে সংশয় । ঈদের আগে তারা পাওনা বুঝে না পেলে এবারও চরম শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। এতে কারখানা অধ্যুষিত শিল্প এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।