Logo

কবি শামীম আশরাফের তিনটি কবিতা

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪
  • শেয়ার করুন

১.

একটা বিকল্প পথে বিকল্প দুয়ার খুঁজতে বের হয়েছি

ভীষণ সন্ধ্যায় শ্মশানের শুনশান নীরবতায়

বৃষ্টি মাথায় ঘন অন্ধকার দানা বেঁধে আছে

বেরিয়েছি সামান্য ক্ষুদে পা নিয়ে, পৌঁছবো বলে।

বিকল্প কিছু নেই, হয় না এখানে, বলে যারা

প্যারাসুট তেলে মাথার চুল কালো করতে চায়

ঘুমোতে চায় অন্ধকার করে অন্তর্চোখ

তাদের তো পথ নেই, কোন পথে যাবে বয়কটের রাজ্যে?

অথচ আমাদের গাছে গাছে নারিকেল রয়েছে

যে পাতার বাঁশীতে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বাতাস

শৈশবের কত বেদনা আমরা ধুয়েছি সেই পানিতে

কত পথ কত শপথ রেখে চলেছি আমাদের বিপক্ষে।

জড়ো হওয়া সমুদ্রের মাছেদের মতো

কোথাও জড়ো হওয়া নেই এই দেশে

পেঁয়াজের ঝাঁঝ বিচ্ছিন্ন করতে চায় পাকের ঘর

যদিও জানি মড়মড় করেও পাখিদের ঘর ভাঙে না।

ধুলায় ধুলায় আমাদের নৃত্য ওড়ে

বিকল্প দুয়ারে মিলিত হওয়া বিষণ্ন জাদুর হাতে

বাজাবো যে গীত সে জাগাবে নতুনভাবে

অনেক অনেক পথ একসাথে করে

বিজয়

        বিজয়

                 লিখে

                         আকাশে উড়ছে

বয়কট পাখি…

 

২.

 

দোয়া কবুল হলে বাতাস আসে

ধুলারা পায় উড়বার পাখনা

যাদের গাড়ি আছে, এসি বাড়ি আছে

তাদের দিকে ত্যাড়া চোখে চায়

ধুলাদের দোয়া কবুল হলে

আমাদের শহরে বসন্ত আসে

রমণির নাকে ঢুকে হাঁপানি বাড়ায়

কতশত নাক জানেই না

গোপনে তারে ছুরি মেরে দিচ্ছে ধুলারা

অথবা জানলেই কি, বাতাসতো থামে না

রাস্তার পাশে সাজিয়ে রাখা খাবারের

অভিশাপে বৃষ্টি এলে

নগর থেকে পালিয়ে যায় ধুলার শরীর

রোদের সাথে বৃষ্টির চুক্তি হয়

সড়কে সড়কে মিল হলে জ্যাম বাঁধে

গন্তব্যের বাঁশিতে পথ খু্লে দিতে

ধুলার ভীড়েই জীবন সাজিয়ে রাখে

ট্রাফিক পুলিশ

 

৩.

বেদনার পাহাড় উঠেছে চারিদিকে

মাঠে মাঠে ঘরে ঘরে পোড়ার গন্ধ শুধু।

ঘুম পাড়ানোর আগে আমারে স্বপ্ন হতে শেখাও

বাতাস হতে শেখাও উড়বার আগে

কান্না করার আগে দু চোখের সিঁড়ি হতে শেখাও

স্বর হতে শেখাও তুমুল হাসার আগে

হাঁটার আগে এলোমেলো পথ হতে শেখাও

চুমু দেবার আগে ঠোঁট হতে শেখাও।

আগুনের দলা নিয়ে চলতে শেখাও বারুদের দেশে

জল মুছে দিতে হাত হতে শেখাও

করুণা করান আগে মান হতে শেখাও

আকাশ দেখার আগে নীল হতে শেখাও

পুড়বার আগে রোদ হতে শেখাও।

তুমি শেখাও মাহে রমজানে সবুর

সিয়ামের আলো জ্বেলে সাহরী খেতে শেখাও

তোমার খাঁটি বান্দা হতে শেখাও

মানুষের পা চাটা গোলাম হওয়ার আগে।