Logo

গৌরীপুরে মোবাইল কোর্টঃ ৪৭ হাজার টাকা জরিমানা!

অনিন্দ্য বাংলা
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : অনুমোদনবিহীন, মেয়াদ উর্ত্তীণ, নোংরা, অস্বাস্থ্যকর, ভেজাল পণ্য প্রতিরোধে ২৭ সেপ্টেম্ব, রবিবার গৌরীপুর উপজেলার মধ্যবাজার এলাকায় দুলাল স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময়ে অনুমোদনবিহীন, মেয়াদ উর্ত্তীণ, নোংরা, অস্বাস্থ্যকর, ভেজাল পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুলাল ষ্টোরের মালিককে ৪৭০০০/- জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন,সহকারী ভূমি কমিশনার (রাজস্ব) মো: আবিদুর রহমান।

উল্লেখ্য যে, গৌরীপুরে উপজেলা নির্বাহী অফিসারের পদটি খালি থাকায় তিনি ভারপ্রাপ্ত নির্বাহী কমিশনারের দায়িত্ব পালন করছেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর এবং থানা পুলিশ গৌরীপুর। এসময়ে স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অনুমোদনবিহীন, মেয়াদ উর্ত্তীণ, নোংরা, অস্বাস্থ্যকর, ভেজাল পণ্যের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানান সহকারী ভূমি কমিশনার (রাজস্ব)।