Logo

চিকেন চপ ইফতারে আনতে পারে ভিন্নস্বাদ!

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪
  • শেয়ার করুন

কেবল ইফতারেই না, বরং সারা বছরই সন্ধ্যার নাশতায় রাজত্ব করতে সক্ষম চিকেন চপ। মজাদার এ খাবারে রয়েছে নানা পুষ্টিকর উপাদানও। তাই ছোট্ট সোনাণির টিফিনের জন্যও বেছে নেন অনেকেই। জেনে নিন চিকেন চপ তৈরির রেসিপি।

উপকরণ
চিকেন বোনলেস ছোট টুকরা ২০০ গ্রাম
আলু ২টা
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
লবণ ১/২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১/২ টেবিল চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১/২ কাপ
কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১.৫ টেবিল চামচ
তেল ১/৪ কাপ
ধনের গুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুঁড়া ১ টেবিল চামচ
গরম মসলার গুঁড়া ১/২ টেবিল চামচ
ব্রেড ক্রাম্ব ২ কাপ
ময়দা ৬ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
বিটলবন ১/২ টেবিল চামচ
তেল প্রয়োজনমতো (ভাজার জন্য)

প্রণালী

  • প্রথমে কড়াইয়ে তেল গরম করে আদা ও রসুন বাটা দিয়ে অল্প নেড়ে বোনলেস চিকেন ছোট ছোট টুকরা করে দিতে হবে।
  • এরপর লবণ, হলুদ গুঁড়া, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে চিকেন ভাজতে হবে।
  • মাংস সিদ্ধ ও ভাজা হলে একটা পাত্রে ঢেলে রাখতে হবে।
  • আবার কড়াইতে তেল গরম করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ ও সিদ্ধ আলু ভেঙে দিয়ে ভাজতে হবে।
  • আলু ভাজা হলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে অল্প নেড়ে একটা পাত্রে ঢেলে নিতে হবে।
  • অল্প গরম থাকতে থাকতে ভাজা চিকেন দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।
  • মাখা চিকেন থেকে পরিমাণমতো নিয়ে হাত দিয়ে ডোলে শেপ তৈরি করে নিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে।
  • একটা পাত্রে ব্রেড ক্রাম্ব নিতে হবে ।
  • আরেকটা পাত্রে ময়দা, গোলমরিচ গুঁড়া, বিটলবণ ও অল্প পানি দিয়ে গুলে ব্যাটার তৈরি করে নিতে হবে ।
  • একটা একটা করে নিয়ে প্রথমে ময়দার ব্যটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের পাত্রে দিতে হবে। ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে।
  • কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম লো ফ্লেমে লালচে রং করে ভেজে নিতে হবে