Logo

চ্যাটজিপিটিতে তৈরি ছবি সম্পাদনা করা যাবে , তবে?

অনিন্দ্য বাংলা
শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪
  • শেয়ার করুন

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি লিখিত প্রম্পট থেকে কৃত্রিম ছবিও তৈরি করে দেয়। ফলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের কল্পনা কাজে লাগিয়ে বিভিন্ন বিষয়ের ছবি তৈরি করতে পারেন। কিন্তু কৃত্রিমভাবে তৈরি ছবি অনেক সময় মনমতো হয় না। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ছবি সম্পাদনার সুযোগ চালু করেছে চ্যাটজিপিটি।

ওপেনএআইয়ের তথ্যমতে, চ্যাটজিপিটিতে এখন ড্যাল-ই এডিটর ইন্টারফেসের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব সংস্করণে এ সুবিধা পাওয়া যাবে।সিলেকশন টুলের মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি ছবির নির্দিষ্ট অংশ নির্বাচন করে যেসব বিষয় পরিবর্তন করতে হবে, সেগুলোর প্রম্পটে লিখলেই স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে টুলটি। সিলেকশন টুলের বদলে কনভারসেশন প্যানেল থেকেও নতুন প্রম্পটের মাধ্যমে ছবি সম্পাদনা করা যাবে।চ্যাটজিপিটিতে ছবি সম্পাদনার জন্য ড্যাল-ই ইমেজ জেনারেটরে আলাদাভাবে লগইন করতে হবে না ব্যবহারকারীদের। চ্যাটজিপিটির ড্যাল-ই ইন্টারফেসেই এ সুবিধা পাওয়া যাবে। তবে এআই দিয়ে তৈরি ছবি চাইলেই সম্পাদনা করা যাবে না। শুধু অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

সূত্র: টেকলুসিভ ডটকম