Logo

জনপ্রিয় অ্যাপ বন্ধ করছে গুগল!

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ৩, ২০২৪
  • শেয়ার করুন

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রয়েছে নিজস্ব অসংখ্য অ্যাপ। পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে জনপ্রিয়। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদাভাবে বিজনেস চালানোর দরকার নেই। এজন্য ২ এপ্রিল থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ করেছে।

তবে কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না। প্রকৃতপক্ষে, ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সব বিনিয়োগ করতে চায়। গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করার বিষয়ে জানিয়েছিল, অর্থাৎ গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে।

২ এপ্রিল থেকে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে।

ব্যবহারকারীদের সমস্ত বিদ্যমান পডকাস্ট ইউটিউব মিউজিক অ্যাপে তারা স্থানান্তর করতে পারেন অথবা সম্পূর্ণ ভাবে অন্য একটি পডকাস্ট অ্যাপ বেছে নিতে পারেন, যার জন্য অ্যাপ ইম্পোর্ট করতে হবে এবং তারপর একটি ওপিএমএল ফাইল ইম্পোর্ট করে বর্তমান কাজ চালাতে হবে।