Logo

জেলা প্রশাসনের গণহত্যা দিবস পালন

অনিন্দ্য বাংলা
সোমবার, মার্চ ২৫, ২০২৪
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা:  ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস।  ১৯৭১ সালের এইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী আন্দোলনরত বাঙালীদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ঝাঁপিয়ে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নিকৃষ্টতম গণহত্যা শুরু করে।
গণহত্যার স্মরণে ময়মনসিংহ জেলা প্রশাসন  এক  আলোচনা সভার আয়োজন করে। সভায়  প্রধান অতিথি হিসেবে ছিলেন  উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। বিশেষ অতিথি  ছিলেন  মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম,  ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম পুলিশ সুপার, ময়মনসিংহ।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।