Logo

দুর্গাপুরে টিসিবি পণ্য বিতরণ শুরু

অনিন্দ্য বাংলা
রবিবার, মার্চ ২০, ২০২২
  • শেয়ার করুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। রোববার দুপুরে টিসিবি ডিলারদের মাঝে প্যাকেট করা পণ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই টিসিবির পণ্য বিতরণের কার্যক্রম শুরু করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রমজানের আগে স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই দেশের সাধারণ মানুষের কথা ভেবে এ উদ্দ্যেগ গ্রহন করার জন্য। প্রথম দিনে ৪টি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে টিসিবির পন্য বিতরণ করা হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায় স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। প্রতিটি পরিবার ২ কেজি করে সয়াবিন তেল, ২কেজি ডাল ও ২ কেজি চিনি পাবেন।