Logo

পাঁচ দিনের পিঠা উৎসব !

অনিন্দ্য বাংলা
বুধবার, মার্চ ২৩, ২০২২
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : ২২ মার্চ, মঙ্গলবার বিকেলে ৫দিনের পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। উৎসব শেষ হবে ২৬ মার্চ, শনিবার ।

নগরীর টাউনহল চত্বরে এই উৎসবের আয়োজন করে বিভাগীয় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিটি করপোরেশনের সহযোগিতায় উৎসবটি শুরু হয়েছে।

টাউনহল চত্বরে পিঠা প্রদর্শনী ও বিক্রি চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় নারী উদ্দোক্তাদের  ২৮টি স্টল রযেছে। এ ছাড়া থাকছে নাটক, নৃত্য, আবৃত্তি ও লোক সংগীতের আয়োজনও।

ভার্চ্যুয়ালি পিঠা উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ফিতা কাটেন উৎসবের সভাপতি ম.হামিদ।

এ ছাড়াও  জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম উপস্থিত ছিলেন।