Logo

পুলিশি বাঁধার মুখে ময়মনসিংহে বাম গনতান্ত্রিক জোটের কর্মসূচী

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : পাটকল বন্ধ নয়, আধুনিকায়ন করে চালু রাখা, লোকসানের জন্য দায়ী মন্ত্রণালয় এবং বিজেএমসি’র দুর্নীতিবাজদের অপসারণ ও বিচারের দাবিতে আগামী ২০ জুলাই গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানব প্রাচীর তৈরি করে প্রতিবাদ জানাবে বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও আগামী ১৩ জুলাই ঢাকা থেকে ডেমরা লতিফ বাওয়ানী পর্যন্ত পদযাত্রা এবং খুলনা ও চট্টগ্রামে শ্রমিকসভার ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গত ৬ জুলাই এক মতবিনিময় সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।
এসব কর্মসূচি সফল করতে দেশের সকল বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী, শ্রেণী-পেশার গণসংগঠনসহ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক নাগরিকদের যার যার অবস্থান থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে পাট, পাট চাষী ও পাট শিল্প রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন ময়মনসিংহ জেলা গনতান্ত্রিক বামজোট, পুলিশি বাঁধার মুখে পড়লে অবস্থান কর্মসুচী করেন বাম নেতৃবৃন্ধ । পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চত এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ অন্যান্য দাবিতে বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচীতে বক্তব্য রাখেন এডভোকেট কমরেড এমদাদুল হক মিল্লাত, কমরেড ইমাম হোসেন খোকন , কমরেড শেখর রায়, কমরেড শেখ বাহার মজুমদার সহ আরো অনেকেই। শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই কর্মসূচী পালিত হয়।